৩০৯৯

এই রূপক কাহিনীর বাগানের মালিকেরা ঐসব স্বার্থান্বেষী, নিষ্ঠুর লোভী ব্যক্তিগণের ন্যায়, যাহারা অন্যের পরিশ্রমের ফল নিজেরা একাকী ভোগ করে। তাহারা এতই কৃপণ যে, অন্যায়ভাবে অর্জিত তাহাদের ঋণের একাংশ দ্বারা তাহারা যে গরীব-দুঃখীর প্রয়োজন মিটাইবে, তাহাও তাহারা করে না।