সকল প্রকারের পাপ জন্ম নেয় দুষ্কর্ম ও সত্যের-বিরোধিতা মিথ্যা-আত্মম্ভরিতা ও অহংকার হইতে। এইগুলি ঐ ব্যক্তির নৈতিক রোগ যে ব্যক্তি অন্যায় উপায়ে বহু ধন-দৌলত একত্র করিয়াছে, ক্ষমতাশালী ও প্রভাবশালী হইয়াছে। এই আয়াতের অপর অর্থ ইহা হইতে পারেঃ একজন লোক যদি ধনবান ও প্রভাবশালীও হয় তথাপি সে ভদ্র-নম্র না হইয়া যদি গর্বান্ধ, নীচ ও হীনমন্য হয়, তাহা হইলে সে কোনমতেই সম্মান ও শ্রদ্ধার যোগ্য হইতে পারে না।