৩০৯৩

মহানবী (সাঃ)-কে তাঁহার অভীষ্ট লক্ষ্য হইতে লোভ দেখাইয়া দূরে সরাইবার জন্য কুরায়শগণ নানাভাবে চেষ্টা করিয়াছে ও বিভিন্ন প্রস্তাব দিয়াছে। এই আয়াত সেই লোভনীয় প্রস্তাবাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণ করিতেছে বলিয়া মনে হয়। অথবা আয়াতটি সাধারণভাবেই প্রযোজ্য বলিয়া ঐসব প্রস্তাবের সঙ্গে সম্পর্কহীনও হইতে পারে। কারণ সত্য পর্বতের মত দৃঢ় ও অনড়। অপরদিকে মিথ্যাচারের তো ভিত্তিই নাই যাহার উপর উহা দাঁড়াইতে পারে। কাজেই চাপ ও লোভের কাছে নতি স্বীকার করতঃ ‘মিথ্যা’ যে কোন প্রস্তাবের ভিত্তিতে আপোষ করিতে পারে।