৩০৯০

এই আয়াত ও পরবর্তী আয়াতে রসূলুল্লাহ (সাঃ)-এর প্রতি শত্রুদের আরোপিত ‘পাগল’ আখ্যার অসারতা অত্যন্ত দৃঢ়তার সহিত কার্যকরীভাবে প্রমাণিত হইয়াছে। যুক্তি দেখানো হইয়াছে যে, পাগলের কাজ-কর্ম কখনও কোন স্থায়ী ও চিরকল্যাণকর ফলোদয় সৃষ্টি করিতে পারে না, অথচ মহানবী (সাঃ)-এর আগমনের ঐশী উদ্দেশ্য অত্যন্ত সুন্দরভাবে, যোগ্যতার সহিত তিনি সম্পাদন করিয়া চলিয়াছেন এবং অধঃপতিত জাতির মধ্যে নব-জাগরণের এক অনন্য সাধারণ বিপ্লব সৃষ্টি করিয়াছেন। আর এই বিপ্লব তাঁহার (সাঃ) মৃত্যুর পরে পরেই শেষ হইয়া যাইবে না। ভবিষ্যতেও আল্লাহ্ তাঁহার (সাঃ) অনুসারীদের মধ্য হইতে সংস্কারকের উদ্ভব ঘটাইয়া তাহাদিগকে পুনরুজ্জীবিত করিবেন ও নবজীবন দান করিবেন। আর এই প্রক্রিয়া রোজ-কেয়ামত পর্যন্ত চলিতে থাকিবে।