আল্লাহ্র সৃষ্টি সত্যই বিস্ময়কর। এই যে সৌরমণ্ডল, যাহার এক কোণে আমাদের পৃথিবী পড়িয়া আছে, তাহা কতই না বিশাল, কতই না বৈচিত্রময় ও শৃঙ্খলাপূর্ণ! এইরূপ কোটি কোটি সৌরমণ্ডল মহাবিশ্বে ছড়াইয়া রহিয়াছে, যাহার এক একটি আমাদের সৌর-মণ্ডল হইতে বহুগুণ বড়। এইরূপ অগণিত সূর্য-গ্রহ-তারকা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত অবস্থায় এমন শ্রেণীবদ্ধ ও সুন্দরভাবে সাজানো হইয়াছে যে, এত মিল, ঐক্য ও সৌন্দর্যানুভূতি মানুষের মনকে একেবারে বিমোহিত করিয়া ফেলে। যে সারিবদ্ধতা ও শৃংখলা খালি চোখেই মানুষ দেখিতে পায়, বিজ্ঞানের আবিষ্কৃত যন্ত্রপাতির সাহায্যে দেখিলে তাহা যখন শত শত গুণ বর্দ্ধিত আকারে দৃষ্টিগোচর হয় ও ধরা পড়ে, তখন অবাক বিস্ময়ে মানুষের মন অভিভূত হইয়া পড়ে।