৩০৭৫

পরিপূর্ণতা লাভের অদম্য বাসনা বেহেশ্‌তেও মো’মেনগণের মনকে উদ্বেল করিয়া রাখিবে। “হে আমাদের প্রতিপালক আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণ কর”— বেহেশ্‌তে মো’মেনগণের এই প্রার্থনার মধ্যে এই তথ্যই প্রকাশ পায়। আরো প্রকাশ পায় যে, বেহেশ্‌তের জীবন কর্মহীন হইবে না, বরং বেহেশ্‌তী জীবন উদ্যম ও কর্মময় হইবে। কেননা, বেহেশ্‌তে আধ্যাত্মিক উন্নতির এক অন্তহীন পথ খুলিয়া যাইবে। অগ্রগতির ঊর্ধ্বতন এক স্তরে উপস্থিত হইয়া, তাহারা দেখিবে ইহাই শেষ স্তর নয়। উর্দ্ধে আরও স্তর রহিয়াছে, তখন তাহারা ঐ স্তরে পৌছাইবার জন্য আগে বাড়িবে। এমনি করিয়া উচ্চ হইতে উচ্চতর স্তর অতিক্রম করিতে করিতে মো’মেন অগ্রসরই হইতে থাকিবে—এই প্রক্রিয়া অনন্ত কাল ধরিয়া চলিতে থাকিবে, কখনও থামিবে না।