এই বিশ্ব-জগত কতকগুলি নিদ্ধারিত প্রাকৃতিক নিয়ম-কানুনের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। মানুষ শুধু অদৃষ্টের বা দৈবের শিকার নহে। অপর পক্ষে, মানুষকে এমন শক্তিনিচয় ও গুণাবলী দ্বারা বিভূষিত করা হইয়াছে, যাহার সদ্ব্যবহার দ্বারা সে নিজেকে এই পৃথিবীতেই আল্লাহ্র প্রতিনিধির মহান মর্যাদায় অভিষিক্ত বলিয়া প্রমাণ করিতে পারে। কাজেই মানুষকে তাঁহার আপন আপন কাজ-কর্মের জন্য আল্লাহ্র কাছে হিসাব দিতে হইবে।