মুসলমান হইতে ইহাই আশা করা হয় যে, তাহারা শত্রুদের হীন-চক্রান্তের মোকাবিলায় তাহাদের নেতার নেতৃত্বের অধীনে পূর্ণ ঐক্য ও অটল আনুগত্য সহকারে অভিযান চালাইবে। যাহারা শক্তিশালী ও ঐক্যবদ্ধ সম্প্রদায়রূপে গড়িয়া উঠিতে চায়, তাহাদের একই জীবনাদর্শ, একই জীবন-পদ্ধতি, একই নীতিমালা, একই উদ্দেশ্য এবং একই লক্ষ্য সহ একটি একক কর্মসূচীর অনুসারী হইতে হইবে। তবেই তাহারা লক্ষ্যে পৌঁছাইতে সমর্থ হইবে।