৩০২৫

মোনাফেকরা মদীনার ইহুদীগণকে এই বলিয়া নবী করীম (সাঃ)-এর অবাধ্যতা ও বিদ্রোহ করার উস্কানী দিতেছিল যে, তাহারা ইহুদীদের সাথে সর্বদা থাকিবে এবং সময়মত সাহায্য-সহায়তা করিবে-ইহাই তাহাদের প্রতিজ্ঞা। কিন্তু তাহাদের এই প্রতিশ্রুতির উপর নির্ভর করিয়া, যখন ইহুদীরা মহানবী (সাঃ)-এর বিরুদ্ধে বিদ্রোহপূর্ণ অভিযান শুরু করিল, তখন মোনাফেকদের টিকিটাও দেখা গেল না।