২৯৯৮

‘আল্ হাদীদ’ (লৌহ) এমনি একটা ধাতু যাহা মানুষের উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে সর্বাপেক্ষা অধিক অবদান রাখিয়াছে এবং মানব-সভ্যতার সর্বাধিক প্রসার ঘটাইয়াছে। এই শব্দটির অন্য তাৎপর্য হইল, মানব-সমাজের অস্তিত্ব রক্ষাকারী নিয়ম-নীতিকে মানিবার জন্য মানুষকে বাধ্য করার শক্তি। অতএব এই আয়াত বুঝাইতেছে যে, আল্লাহ্‌তা’লা তিনটি বস্তু পাঠাইয়াছেনঃ (ক) ঐশী আইন-কানুন, (খ) মানব সমাজের সুষম সম্পর্ক রক্ষার পদ্ধতি, (গ) রাষ্ট্রীয় ক্ষমতা যাহা দ্বারা ঐশী আইন-কানুন মানিয়া চলিতে বাধ্য করা যায়।