কেবলমাত্র ঐ সকল সৌভাগ্যবান ব্যক্তি যাহারা ধার্মিক জীবন-যাপনের মাধ্যমে হৃদয়ে পবিত্রতা ও স্বচ্ছলতা আনয়ন করিয়াছেন, তাহারাই কুরআনের সঠিক অর্থ উপলব্ধি করিবার সৌভাগ্য লাভ করেন এবং রহস্যাবৃত ঐশী জ্ঞান-ভাণ্ডারে প্রবেশ লাভ করেন। অপবিত্র হৃদয় সেখানে প্রবেশ করিতে পারে না। বলা প্রয়োজন, শরীর পাক-সাফ না হইলে, বাহ্যিকভাবেও কুরআন স্পর্শ করা বা পাঠ করা উচিত নহে।