২৯৭১

এই আয়াতসহ পূর্ববর্তী আয়াতগুলিতে পরলোকে পাপীগণের শাস্তির বর্ণনা এমন জ্বালাময়ী ভাষায় দেওয়া হইয়াছে, যাহাতে তাহাদের ইহকালীন সীমাহীন পাপের গুরুত্বের সাথে পরকালীন শাস্তির সাংঘাতিক অবস্থাও সমভাবে প্রকাশ পায়। অন্যেরা মাথার ঘাম পায়ে ফেলিয়া যাহা উপার্জন করিত তাহারা তাহাই ভক্ষণ করিয়া ফেলিত। তাহারা ন্যায়-অন্যায় সব পথই ধনোপার্জনের তাগিদে অবলম্বন করিত। যতই পাইত, ততই আরো অধিক চাহিত। তাহাদের ধন-লিপসা কখনও পরিতৃপ্ত হইত না। ঐশী-বাণীকে তাহারা তুচ্ছ জ্ঞান করিত। তাই তাহাদিগকে শাস্তি স্বরূপ ‘যাক্কুম’ (ফণীমনসা জাতীয় গাছ) খাইতে দেওয়া হইবে, যাহা তাহাদের ভিতরে জ্বালা সৃষ্টি করিবে। তাহাদিগকে ফুটন্ত পানি পান করিতে দেওয়া হইবে এবং রুগ্ন-তৃষ্ণার্ত উট যেরূপ নিজের তৃষ্ণা নিবারণে সমর্থ হয় না, তাহাদের অবস্থাও তদ্রুপই হইবে।