২৯৬৯

কাফেরগণ তাহাদের ভাবাবেগ ও প্রবৃত্তির অগ্নি দ্বারা তাড়িত হইয়া, সর্বপ্রকারের কুকর্ম করিয়াছিল। ঐ কুপ্রবৃত্তির অগ্নিই ফুটন্ত পানি ও জ্বালাময়ী উত্তাপের রূপ ধারণ করিবে।