২৯৬৭

এই সূরাতে এবং অন্যান্য সূরাতে বেহেশ্‌তীগণকে যে সব নেয়ামত দানের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে, তাহাদের কয়েকটি বৈশিষ্ট্য রহিয়াছেঃ (ক) পরিমাণগতভাবে ইহারা অফুরন্ত হইবে, (খ) ইহারা বেহেশ্‌তবাসীদের নাগালের মধ্যে সদাপ্রাপ্য অবস্থায় রহিবে, (গ) ইহারা কমিবেও না এবং শেষও হইবে না, (ঘ) ইহাদের উপভোগ কোন রোগ-শোক বা অসুখ-অসুবিধা করিবে না।