২৯৬৫

ঘন-পল্লবিত বদরিকা বৃক্ষের সুশীতল ছায়া বেশ মধুর, আরবের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় পথশ্রান্ত পথিকেরা ইহার ছায়াতলে আশ্রয় নিয়া ক্লান্তি দূর করিয়া থাকে। ‘সিদর’ (কুলবৃক্ষ)-এর সঙ্গে বিশেষণরূপে মাখযূদ (কন্টকবিহীন ভারাবনত) শব্দ ব্যবহৃত হইয়া ইহাই বুঝাইতেছে যে, বেহেশ্‌তের গাছগুলি কেবল কন্টকবিহীন সুশীতল ছায়াই প্রদান করিবে না, বরং ফলভারে অবনত থাকিয়া ফল সরবরাহ করিবে অর্থাৎ বেহেশতের কল্যাণসমূহ যেমনই আনন্দদায়ক হইবে তেমনি অফুরন্ত হইবে।