সারা আরবের ভিত প্রকম্পিত হইবে। পুরাতন বিশ্বাস, ধ্যান-ধারণা, মূল্যবোধ, রীতি-নীতি এবং জীবন-ধারা ইত্যাদি পুরাপুরি পরিবর্তিত হইয়া যাইবে। নূতন জীবন-পদ্ধতি প্রবর্তিত হইয়া পুরাতন সবকিছুই বদলাইয়া দিবে। পূর্ববর্তী আয়াত ও পরবর্তী কয়েকটি আয়াতসহ আলোচ্য আয়াতটি পরকালের পুনরুত্থান সম্বন্ধেও সমভাবে প্রযোজ্য।