এই আয়াতে বর্ণিত ‘হূর’ বা কুমারীকে উওম ও সুন্দরী বলা হইয়াছে, আর ৫৯ আয়াতের কুমারীগণকে ইয়াকুত চুনি-পান্না ও মনি মুক্তা এবং প্রবাল আখ্যা দেওয়া হইয়াছে। অতএব ইহারাও উত্তম ও অত্যুৎকৃষ্ট, মূল্যবান ও মহামূল্যবান দুই শ্রেণীতে বিভক্ত, যেমনি মো’মেনগণও উওম ও অত্যুচ্চ আধ্যত্মিক মর্যাদাসম্পন্ন এই দুই শ্রেণীভুক্ত।