২৯৪৮

৪৭ আয়াতে উল্লেখকৃত ‘দুই বাগান’ বেহেশতের, এবং এই আয়াতে উল্লেখকৃত ‘দুই বাগান’ ইহজগতের হইতে পারে। মুসলমানগণকে পরলোকের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল এবং ইহার বাস্তবতার প্রমাণ স্বরূপ এই জগতেও বাগান দানের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং শেষোক্ত প্রতিশ্রুতি বাস্তবে পরিণত করিয়া দেখানোও হয় যখন মুসলমানরা মিশর ও ইরাকের উর্বর উপত্যকাগুলি জয় করিয়া নিজেদের দখলে আনে। কিন্ত ৪৭ আয়াতে বর্ণিত দুই বাগান বর্ণনার দিক দিয়া এই আয়াতের দুই বাগানের বর্ণনা হইতে ভিন্ন। ইহাতে বুঝা যায় যে, দুই ধরণের মো’মেনদের কথা বলা হইয়াছে। ৪৭ আয়াতে বর্ণিত বাগান যে ধরণের মো’মেনদিগকে দিবার প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে, তাহারা ঐ সকল মো’মেনদের চাইতে উচ্চতর মর্যাদা-বিশিষ্ট যাহাদিগকে আলোচ্য আয়াতে বাগান দানের কথা বলা হইয়াছে। ৪৭ ও ৬৩ আয়াত, এই দুইটি আয়াতকে যত্নসহকারে তুলনা করিয়া পাঠ করিলে, এই সত্যটি উপলব্ধি করা যাইবে। এই দুই শ্রেণীর মো’মেনগণের কথা পরবর্তী সূরায় ১১ আয়াত ও ২৮ আয়াতে যথাক্রমে উল্লেখ করা হইয়াছে।