২৯৪৩

“দুইটি জান্নাত”এর কথা তিনবার এই সূরাত উল্লেখ করা হইয়াছে। ইহা এই জন্য করা হইয়াছে, যাহাতে বেহেশ্‌তের মহান নেয়ামতের বৈচিত্র্য ও অজস্র ধারা মানুষের মনে ভালভাবে অঙ্কিত হইয়া যায়। এই সব তো সদাচারী বিশ্বাসীরা পরলোকে পাইবেনই, ইহলোকেও ইহার নমুনাসমূহ প্রাপ্ত হইবেন।