এই আয়াতে বলা হইতেছে যে, পরস্পর শত্রুতায় লিপ্ত এই দুইটি শক্তিজোট মহাভীতিপূর্ণ প্রলয়ঙ্করী শাস্তিতে নিপতিত হইতে পারে। মনে হয় বিশ্ব এখন এক মহা অগ্নি-কুণ্ডের তীরে দাঁড়াইয়া ভাবিতেছে, কখন না জানি এর লেলিহান অগ্নিশিখায় সমগ্র বিশ্ব-সভ্যতা একেবারে জ্বলিয়া পুড়িয়া ভস্মীভূত হইয়া যায়।