বিশ্ব-জগতের সবকিছুর মাঝে যেমন একটা সার্বিক ঐক্য ও সমন্বয় রহিয়াছে, তেমনি সৃষ্টির মুকুটমণি মানুষকেও আদেশ করা হইয়াছে তাহারা যেন ঐ একতা ও সমঝোতার ভারসাম্য রক্ষাকল্পে সকল মানবের প্রতি সমতা ও ন্যায়-নীতিপূর্ণ ব্যবহার করে, প্রত্যেককে তাহার প্রাপ্য প্রদান করে এবং স্রষ্টার প্রতি কর্তব্য সম্পাদন করিতে গিয়া কখনও যেন সীমা না ছাড়ায় বরং মধ্যপথ অবলম্বন করে।