২৮৯৪

‘আজিফা’ অর্থ বিচার-দিবস, পুনরুত্থান, সন্নিহিত ঘটনা, মৃত্যু (লেইন)। নবুওয়াতের প্রথমদিকেই-পঞ্চম বৎসরে, এই সূরাটি অবতীর্ণ হইয়াছিল, যখন শত্রুর হাসি-ঠাট্টা, বিদ্রুপ, ভীতি-প্রদর্শন ও অমানুষিক অত্যাচারের কারণে, ইসলামের ভাগ্যাকাশ দুর্যোগের ঘনঘটায় পরিপূর্ণ ছিল। ঐ সময়ে, এই সূরাতে ভবিষ্যদ্বাণী করা হইতেছে যে, কুরায়শদের ক্ষমতা চূর্ণ-বিচূর্ণ হইয়া যাইবে এবং পরবর্তী সূরাটিতে এই ভবিষ্যদ্বাণীটি আরো অধিকতর জোরের সহিত ঘোষিত হইয়াছে (৫৪ঃ৪৬)।