২৮৮৮

পূত-পবিত্র নীতিমালা ও পুণ্যময় আদর্শ সহকারে যাহারা অধ্যবসায়ের সহিত অক্লান্ত ও অবিরাম চেষ্টায় নিয়োজিত থাকে, কেবল তাহাদের অভীষ্টই সিদ্ধি লাভ করে। এই আয়াতের অপর অর্থ হইল, প্রত্যেকেরই আপন পরিশ্রমের উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা উচিত।