‘দাল্লা দাল্ওয়া’ অর্থ সে বালতিটি কূপের তলদেশে নামাইল, সে বালতিটি কূপের মধ্য হইতে উপরে উঠাইল। ‘তাদাল্লা’ অর্থ সে (বা ইহা) নীচে নামিল বা নামাইল, সে নিকটে আসিল বা অধিক নিকটবর্তী হইল (লেইন, লিসান)। আয়াতটির অর্থ দাঁড়াইতেছেঃ মহানবী (সাঃ) আল্লাহ্তা’লার নিকটবর্তী হইলেন এবং আল্লাহ্তা’লাও তাহার দিকে ঝুঁকিয়া নিকটবর্তী হইলেন। আয়াতটিতে এই অর্থও সন্নিবেশিত আছে যে, মহানবী (সাঃ) আল্লাহ্তা’লার চরম নৈকট্য লাভ করিয়া আধ্যাত্মিক জ্ঞানের ফল্গু-ধারায় আকণ্ঠ পান করিয়া, তাহা মানব জাতিকে বিলাইয়া দিবার জন্য ধরায় অবতীর্ণ হইলেন।