২৮৪৮

‘সেইদিন’ বলিতে ঐশী সাহায্যের সুস্পষ্ট দিনটিকে নির্দেশ করিতেছে, যে দিন সকল আসমানী শক্তি নিয়ে মহানবী (সাঃ)-এর সাহায্যে নামিয়া আসিবে। বদরের যুদ্ধের দিনে এইরূপই ঘটিয়াছিল। এই ভবিষ্যদ্বাণী সেদিন কী মহাগৌরবের সহিতই না পূর্ণ হইয়াছিল!