তফসীরকারকগণের কাহারও কাহারও অভিমতে মানুষের ডানদিকের ফিরিশ্তা তাহার সৎকার্যাবলী লিপিবদ্ধ করেন আর বাম দিকের ফিরিশ্তা তাহার দুষ্কর্মগুলি লিপিবদ্ধ করেন। ডানদিক ভাল কাজের জন্য এবং বামদিক মন্দ কাজের জন্য ব্যবহৃত হইয়াছে। প্রত্যেকটি কথা ও কাজ বায়ুমণ্ডলে ও পারিপার্শ্বিকতায় প্রভাব ও দাগ রাখিয়া যায় যাহা সুরক্ষিত থাকে। কুরআনের অন্যত্র (২৪ঃ২৫, ৩৬ঃ৬৬) বলা হইয়াছে, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ, তাহার হাত-পা-জিহ্বা কিয়ামতের দিন তাহার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করিবে। এই হিসাবে মানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকেও রেকর্ডার বা সংরক্ষণকারী বলা যাইতে পারে। এই আয়াতের সংরক্ষণকারী ফিরিশ্তা বলিতে সাক্ষ্যদাতা অঙ্গ-প্রত্যঙ্গকেও বুঝাইতে পারে।