২৮০৪

যেমনিভাবে আল্লাহ্‌তা’লা আকাশ হইতে বৃষ্টি দান করিয়া শুষ্ক ও মৃত যমীনকে ফলে-ফুলে সুশোভিত করিয়া জীবনোদীপ্ত করিয়া তোলেন, তেমনিভাবে তিনি মানুষের মৃত্যুর পরেও তাহাকে পুনজ্জীবন দান করিবেন।