এই দুইটি প্রয়োজনীয় গুণই উন্নতিশীল সুযোগ্য জাতির বৈশিষ্ট্য, যাহারা ধরা-পৃষ্ঠে যুগ-যুগান্তের ঘটনাপ্রবাহে নিজেদের চিরস্থায়ী চিহ্ন রাখিয়া যায়। কুরআনের অনত্র (৫ঃ৫৫) বলা হইয়াছে যে, সত্যিকার সৎ মুসলমান তাহারাই, যাহারা নিজেদের মধ্যে দয়ালু ও বিনয়ী, কিন্তু অবিশ্বাসীদের শত্রুতার মোকাবিলায় শক্ত ও দৃঢ়।