মুসলমানের ঐ সময়কার সার্বিক অবস্থার প্রেক্ষিত বিবেচনায় এবং পরবর্তিতে ইহা হইতে দীর্ঘস্থায়ী সুফল লাভের প্রেক্ষিতে, এই কথা নিঃসন্দেহে বলা যায় যে, হুদায়বিয়ার সন্ধি এক বিরাট বিজয় ছিল। এই আয়াতে বিজয়ের কথাগুলির আরও একটি অর্থ হইতে পারে। তাহা এই যে, হুদায়বিয়ার আগমনের পূর্বেও আল্লাহ্তা’লা নবী করীম (সাঃ)-কে বদরের যুদ্ধে বিজয় দিয়াছিলেন, উহুদের যুদ্ধের মহা সংকটময় অবস্থার পরেও ইসলামী উম্মা সহ মহানবী (সাঃ)-কে নিরাপদে মদীনায় ফিরাইয়া আনিয়াছিলেন, খন্দকের যুদ্ধে ইসলামকে সমূলে ধ্বংস করার জন্য মক্কাবাসীদের সম্মিলিত আক্রমণকে প্রতিহত ও ব্যর্থ করিয়া শত্রুর বিরাট ক্ষতি-সাধন করিয়াছিলেন। এইসব ঘটনাকেই এক অর্থে অবিশ্বাসীদের উপর বিশ্বাসীদের বিজয়-লাভ বলিয়া আখ্যায়িত করা যায়।