এই আয়াতের বক্তব্য অনেকটা ইহাই যে, যেহেতু মুসলমানগণ আল্লাহ্র পথে জেহাদ করিতে নির্দেশপ্রাপ্ত হইয়াছে, সেইহেতু যুদ্ধের খরচপত্রও তাহাদিগকেই বহন করিতে হইবে। আর এই উদ্দেশ্যে তাহাদিগকে ধন-সম্পদও ব্যয় করিতে হইবে। তবে, আল্লাহ্ নিজের জন্য তাহাদের কাছে ধন চান না। তাহাদের নিজেদের মঙ্গলের জন্যই তাহাদিগকে জান-মাল কুরবানী করার কথা বলা হইতেছে। কেননা এইরূপ কুরবানী ছাড়া বড় ধরণের সাফল্য কখনও সম্ভব নয়। সত্যিকার মো’মেনগণকে এই চির সত্যটি অনুধাবন করিতে হইবে।