২৭৪৭

হযরত রসূল পাক (সাঃ) যখন তাহার মাতৃভূমি মক্কা হইতে বিতাড়িত হইয়া মদীনার পথে অগ্রসর হইতেছিলেন, তাঁহার শিরোচ্ছেদের উপর যখন শত্রুর পুরস্কারের ঘোষণা আকাশে-বাতাসে নিনাদিত, তখন এই আয়াতটি অবতীর্ণ হইয়াছিল। প্রতিটি মুহূর্তে ধরা পড়ার আশংকা ছিল কেননা শত্রুরা তাঁহাকে জীবিত বা মৃত ধরিয়া আনিয়া বিরাট পুরস্কার লাভের আশায় চারিদিকে ছড়াইয়া পড়িয়াছিল। তাহা ছাড়া, মদীনাও বহু দীর্ঘ দূরের পথ। অবশ্য পূর্বেই আল্লাহ্‌তা’লা তাঁহাকে নিরাপদ ভ্রমণের প্রতিশ্রুতি দিয়াছিলেন।