আল্লাহ্তা’লা কাফেরদের সহিত মো’মেনদের যুদ্ধ ঘটাইয়া, মো’মেনদের চারিত্রিক উৎকর্ষ ও গুণাবলীর বিকাশ ও প্রকাশ ঘটাইলেন এবং কাফেরদের হীনমন্যতা ও দুস্কৃতিপরায়ণতাকে জন-সমক্ষে নগ্নভাবে তুলিয়া ধরিলেন। নবী করীম (সাঃ)-এর সাহাবীগণের উচ্চতম নৈতিকতা ও মহানুভবতাপূর্ণ মন-মানসিকতা পরাভূত শত্রুর প্রতি তাহাদের ব্যবহারের মধ্যে যতটা প্রকাশিত ও প্রস্ফুটিত হইয়া উঠিয়াছে, তাহার কোন তুলনা নাই।