২৭৩১

আদ ও তুব্বা জাতি দক্ষিণ-আরব অঞ্চলগুলিতে বিরাট এলাকার উপর আধিপত্য বিস্তার করিয়াছিল। সামূদ জাতি আরবদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে,আর মৃত সাগরের (ডেড্‌ সী) তীরে ছিল সদোম ও ঘমোরার শহর। এই ঐতিহাসিক পুরাতন প্রসিদ্ধ স্থানগুলির ধ্বংসপ্রাপ্তি অবশ্যই মক্কাবাসীর চক্ষু উন্মীলন করার বিষয় ছিল। ‘তোমাদের চতুষ্পাশ্বর্বতী’ শব্দগুলি দ্বারা সারা বিশ্বকেও বুঝাইতে পারে।