২৭২৭

বিচারের ফলাফল প্রকাশের পূর্বে প্রতিটি মানুষের ভাল-মন্দ প্রতিটি কাজকে সূক্ষ্ম তুলাদণ্ড ওজন করা হইবে এবং ক্ষুদ্র ও বড় সকল কাজের সংশ্লিষ্ট আনুসঙ্গিক অবস্থবলীরও পূর্ণ মূল্যায়ন করা হইবে, যাহাতে বিচার সূক্ষ্ম ও সঠিক হয়। ঐশী ক্ষতিপূরণ আইন এমনিভাবে কাজ করিয়া থাকে যে, প্রতিটি নেক কাজের জন্য প্রাপ্য পুরস্কারের অন্ততঃ দশগুণ পুরস্কার দেওয়া হইয়া থাকে। অপর পক্ষে, প্রতিটি মন্দ কাজের জন্য প্রাপ্য শাস্তি, মন্দকাজের সমানুপাতিক হইয়া থাকে, একটুও কম-বেশী করা হয় না।