২৭২৫

৩১ঃ১৫ তে বলা হইয়াছে যে, শিশুর স্তন্য পানকাল দুই বৎসর। এই আয়াতে গর্ভকাল এবং স্তন্যদানের সময় একত্রিত করিয়া বলা হইয়াছে, ত্রিশ মাস কাল। দেখা যায় ইহাতে গর্ভধারণ কাল ছয়মাস গণনা করা হইয়াছে। এই ছয়টি মাস প্রকৃত পক্ষে সেই সময়ের হিসাব যখন হইতে মা গর্ভস্থ শিশুর বোঝা অনুভব করিতে শুরু করে। ‘মা’ চতুর্থ মাস হইতে আসলে গর্ভধারণের ভার অনুভব করিয়া থাকে।