২৭১৭

এই বিশ্ব-জগতের একটা শুরু ছিল, একটা শেষও আছে। ‘উহার (পৃথিবীর) উপর যাহা কিছু আছে সবই নশ্বর; এবং অবিনশ্বর হইয়া থাকিবে কেবল মাত্র তোমার প্রতিপালকের সত্তা— প্রতাপ এবং সম্মানের অধিপতি’ (৫৫ঃ২৭-২৮)।