২৬৯৯

আল্লাহ্‌তা’লা তাহার অনুগ্রহরাজি বনী ইসরাঈল জাতির উপর বর্ষণ করার জন্য সিদ্ধান্ত নিলেন, কেননা ঐশী পরিকল্পনা মতে, ঐ সময়ে আসমানী বিধান পরিচালনা ও কার্যকরী করার জন্য তাহারাই সর্বাপেক্ষা উপযুক্ত ও শ্রেষ্ঠ গণ্য হইল। ‘আলা ইলমিন’ এর অর্থ হইতে পারে — বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে।