২৬৯৭

‘রাহওয়ুন’ শব্দ রাহা হইতে উৎপন্ন। ‘রাহা বায়না রিজলাইহে’ অর্থ সে তাহার পদ-যুগল ফাঁক করিয়া, দুই পায়ের মধ্য দিয়া পথ করিয়া দিল। ‘রাহাল বাহরু’ অর্থ সমুদ্র শান্ত ও স্থির হইল। ‘রাহওয়’ অর্থ নীচু জায়গা যেখানে পানি জমে; উচ্চ সমভূমি, নিস্তদ্ধ, গতিহীন অবস্থা, (লেইন)। মূসা (আঃ) যখন বনী ইসরাইল জাতিকে সঙ্গে নিয়া লোহিত সাগরের উত্তর প্রান্তে পৌছিলেন, তখন সমুদ্রের ‘ভাটা’ আরম্ভ হইয়াছিল। ভাটার টানে পানি দ্রুত সরিতেছিল এবং বালুকা স্তুপের উপরিভাগ ভাসিয়া উঠিতে ছিল। ঠিক এইরূপ সময়ে বনী ইসরাঈল জাতি সমুদ্র পার হইয়া গেল। দেখুন ২০ঃ৭৮।