২৬৬৫

আল্লাহ্‌তা’লা তাঁহার বান্দার কাছে তিনটি উপায়ে কথা বলেন এবং আত্মপ্রকাশ করেনঃ (১) তিনি কাহারও মধ্যবর্তিতা ছাড়াই সরাসরি বান্দার সহিত বাক্যালাপ করেন, (খ) তিনি তাহাদিগকে এমন দৃশ্য দেখান যাহা বাখ্যা ছাড়াই দর্শক স্বয়ং বুঝিয়া লইতে পারেন অথবা ব্যাখ্যার মাধ্যমে তাহা বুঝিয়া লন অথবা বান্দার জাগ্রত অবস্থায়, তিনি তাহাকে স্পষ্ট শব্দাবলী শ্রবণ করান, কিন্তু বান্দা দেখিতে পায় না, কে কথা বলিতেছে—“পর্দার অন্তরাল হইতে” শব্দগুলি দ্বারা এই অর্থই বুঝাইতেছে, (৩) আল্লাহ্ একজন বাণী-বাহক ফিরিশ্‌তাকে পাঠাইয়া দেন, যিনি উদ্দিষ্ট বান্দার কাছে সেই বাণী পৌঁছাইয়া দেন।