২৬৬১

এই আয়াতে ইসলামের দণ্ড-বিধির ভিত্তি রহিয়াছে। ইসলামের অনুশাসন এইযে, একজন অপরাধীকে শাস্তি-প্রদানের আসল ও অন্তর্নিহিত উদ্দেশ্য হইল—ঐ অপরাধীর নৈতিক সংশোধন। যদি ক্ষমাদারা তাহার নৈতিক পরিবর্তন আনয়ন সহজ মনে হয়, তবে তাহাকে ক্ষমা করা উচিত। আর যদি শাস্তি দানের মাধ্যমে তাহার সংশোধন হওয়ার অধিকতর সম্ভাবনা দেখা যায়, তাহা হইলে তাহাকে শাস্তি দেওয়াই কর্তব্য। তবে, শাস্তি কোন মতেই অপরাধের গুরুত্ব ও পরিমাণকে যেন ছাড়াইয়া না যায়। ইসলাম অন্যান্য ধর্মের ন্যায় সর্বাবস্থায় এইরূপ উপদেশ দেয় না যে ”এক গালে চড় দিলে, অপর গাল পাতিয়া দাও” কিংবা “চোখের বদলে চোখ তুলিয়া ফেল”। বরং ইসলাম বুদ্ধি-বিবেচনা খাটাইয়া, মধ্য পথ অবলম্বন করিবার জন্য পরামর্শ দেয়।