২৬৪৯

ইসলামের সত্যতা প্রতিষ্ঠিত হইয়া গিয়াছে, দলে দলে মানুষ ইহাতে প্রবেশ করিতে আরম্ভ করিয়াছে। অতএব, অবিশ্বাসীগণের মনে ইসলামের ঐশী ধর্ম হওয়া সম্বন্ধে কোন সংশয় বা আপত্তি থাকা একেবারে অবান্তর ও অযৌক্তিক।