২৬৪২

এই আয়াতে সুস্পষ্ট ও জোরালো ভবিষ্যদ্বাণী রহিয়াছে যে, ইসলাম কেবল আরবদেশের নিকটবর্তী পাশাপাশি দেশগুলিতে বিস্তৃত হইয়াই থামিয়া যাইবে না, বরং ইহা বিশ্বের দূরতম প্রান্তেও ছড়াইয়া পড়িবে। “আফাক” অর্থ দূরদূরান্তরের অঞ্চলসমূহ লেইন)।