একমাত্র আল্লাহ্তা’লাই জানেন, আরবের ভূমিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) যে বীজ বপন করিয়াছেন, তাহা কিরূপে কত বড় হইবে এবং কি ধরণের ফল দান করিবে। ফলগুলি পচা হইলে তো ঐগুলিকে ধ্বংসই করা হইবে কিন্তু ঐ ফল যদি সুস্বাদু ও পুষ্টিকর হয় তাহা হইলে সেগুলি নিশ্চয়ই সযত্নে সুরক্ষিত হইবে।