ধর্ম প্রচার এমনি এক কাজ যে, ইহাতে অনিবার্যভাবেই প্রচারকের উপর অত্যাচার ও কঠোরতা নামিয়া আসে। এই জন্য আয়াতটিতে উপদেশ দেওয়া হইয়াছে যে, প্রচারক যেন অত্যন্ত ধৈর্য ও সহিষ্ণুতার সহিত এইগুলি সহ্য করেন—এমনকি অত্যাচারীর অত্যাচার ও অনিষ্টের বদলে, প্রচারক যেন অত্যাচারীর মঙ্গল সাধন করেন।