অবিশ্বাসীদের দুষ্ট বন্ধুরা তাহাদের দুষ্কর্মের প্রশংসা করিত, যাহাতে ঐ দুষ্কর্মগুলি অবিশ্বাসীদের কাছে সুন্দর ও প্রশংসনীয় বলিয়া মনে হয়। এই সঙ্গী-সাথী বন্ধুগণকেও ঐ শাস্তির অংশীদার করা হইবে যাহা প্রশংসা-প্রতারিত অবিশ্বাসীদের উপর আপতিত হইবে। তাহাদের সম্মুখবর্তী এবং তাহাদের পশ্চাদ্বর্তী সকল কার্যকলাপ কথাগুলি দ্বারা ইহা বুঝাইতে পারে যে, যে কুকর্মগুলি তাহারা তাহাদের দুষ্ট সাথীদের সঙ্গ-দোষে করিয়াছিল এবং যে কর্মগুলি তাহারা স্বীয় পূর্ব পুরুষদের অন্ধ অনুকরণে করিয়াছিল।