এই আয়াত হইতে বুঝা যায় যে, এই বিশ্ব-জগতে যাহা কিছু আছে তাহা একটা নিয়মের নিয়ন্ত্রণে আছে এবং সেই নিয়ম অনুযায়ী কাজ কর্ম করে, নিজের ইচ্ছায় কিছু করার মত শক্তি উহাদের নাই। মানুষই একমাত্র জীব, যাহার ইচ্ছা-শক্তির স্বাধীনতা রহিয়াছে এবং ইচ্ছা করিলে প্রকৃতির নিয়মাবলীকে এক সীমা পর্যন্ত সে অমান্যও করিতে পারে। অনেক ক্ষেত্রে সে তাহার এই ইচ্ছা-অনিচ্ছার স্বাধীনতাকে নিজের ক্ষতিসাধনেই ব্যবহার করিয়া থাকে। ৩৩ঃ৭৩ আয়াতের অর্থ ও তাৎপর্যও ইহাই।