২৬২৩

উপরের আয়াতে যে দুইটি দিন বা দুইটি অবস্থার কথা বলা হইয়াছে, যাহার মধ্য দিয়া পৃথিবী একটি ঘনীভূত আকৃতি ধারণ করিল, সেই দুইটি দিন এই আয়াতে উল্লেখকৃত ‘চারদিনের’ অন্তর্গত দুই দিনে পৃথিবী আকৃতি ধারণের পর, অতিরিক্ত ‘দুই দিনে’ আরও দুইটি বিবর্তনকে বুঝাইতেছে, যথা পৃথিবীর বুকে পাহাড়-পর্বত নদী-নালা স্থাপন এবং শাক-শবজি, গাছ-পালা ও জীবজন্তু সৃষ্টি। আয়াত ১৩ দেখুন। ‘উহাতে চারদিনে পরিমিত পরিমাণে উহার খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন’ কথাটি দ্বারা ইহাই বুঝাইতেছে যে, পৃথিবী, ইহাতে বসবাস কারী সকলের জন্য খাদ্য উৎপাদন করিতে সকল সময়েই সক্ষম হইবে।