‘সেই আগুন, যাহার সম্মুখে তাহাদিগকে সকাল ও সন্ধ্যায় উপস্থিত করা হয়’ এই বাক্যটি দ্বারা অবিশ্বাসীগণের ঐ সব শাস্তির কথা বুঝাইতেছে যাহা তাহারা বরযখে থাকা অবস্থায় ভোগ করিবে। মৃত্যু ও পুনরুত্থানের মধ্যবর্তী সাময়িক অবস্থাকে বরযখ বলা হইয়া থাকে, যেখানে শাস্তির কষ্ট বা পুরস্কারের আনন্দ অপরিপূর্ণ থাকে। বেহেশত ও দোযখের পরিপূর্ণ প্রকাশ ঘটিবে কিয়ামতের দিন, যেদিন মানুষের শেষ বিচার হইবে।