২৫৯৯

দৈহিক ও আধ্যাত্মিক এই উভয় প্রকারের খাদ্যই আকাশ হইতে আসে। পানি, যাহার উপর সর্ব প্রকারের জীব ও জীবন নির্ভরশীল, তাহাও আকাশ হইতেই আসে। তেমনিভাবে ঐশী-বাণী, যাহার উপর আধ্যাত্মিক জীবন নির্ভরশীল, তাহাও আকাশ হইতেই আসিয়া থাকে।