২৫৯১

বিচারের দিন আল্লাহ্‌তা’লার গুণাবলী পূর্ণতমভাবে সকলের কাছে উদ্ভাসিত ও প্রকাশিত হইবে। ফিরিশ্‌তারা কর্তব্যরত অবস্থায় আল্লাহ্‌তা’লার প্রশংসা-গীতি গাহিতে থাকিবে। ইহার অন্য অর্থ এই হইতে পারে (রূপক হিসাবে) যে, আল্লাহ্‌তা’লার একত্ব (তওহীদ) সারা আরবদেশে প্রতিষ্ঠিত হইবে এবং তাঁহার সত্যিকার ধার্মিক বান্দাগণ ও আকাশের ফিরিশ্‌তাগণ তাঁহার প্রশংসা-গাঁথায় আকাশ ও পৃথিবী মুখরিত করিয়া তুলিবে।